সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৩৭ পিএম
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন

আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জের সক্রিয় গণমাধ্যম কর্মীদের শীর্ষ সংগঠন 'সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি'র দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ রোববার ( ৩১ আগস্ট ) সুনামগঞ্জ পৌর বিপনীস্থ তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

নির্বাচনে ৫৪ জন ভোটারের মাঝে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় ভোট কেন্দ্র পরিদর্শণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, এডিএম সুনামগঞ্জ ও সুনামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকও প্রকাশক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় খারদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাইদুল আসলাম খান, সুনামগঞ্জ জেলা সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবী, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ,দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ, দৈনিক তালাশ এর সম্পাদক ও প্রকাশক ফরহাদ শাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আহমদ, দৈনিক নয়া দিগন্ত দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুন মুন্সী প্রমূখ। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম সভাপতি ও দৈনিক আমার দেশ'র জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতয়েছেন নজরুল ইসলাম ও শাহরিয়ার সুমন। অর্থ সম্পাদক পদে এনটিভি ইউরোপ'এর সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে রাইজিংবিডি'এর সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক জৈন্তাবার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভি'এর মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন'এর সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর'র সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান পীর, একাত্তর টেলিভিশন ও দৈনিক সিলেটের ডাক' এর জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও নির্বাচন কমিশনার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাইদ। প্রিজাডিং অফিসার ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা।

আপনার জেলার সংবাদ পড়তে