চরভদ্রাসনে মাদকসেবীকে এক মাসের কারাদন্ড

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫২ পিএম
চরভদ্রাসনে মাদকসেবীকে এক মাসের কারাদন্ড

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের মতিয়ার শেখের ছেলে মাসুম শেখ (৩৫) নামক এক মাদক সেবীকে এক মাসের বীনাশ্রম কারাদন্ড প্রদান সহ ২০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কশিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাবেদ হোসাইনের নেতৃত্বে রবিবার বিকেল ৫ টায় উক্ত মাদক সেবীর বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে গাঁজা মাদক ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ তাকে গ্রেফতার করা হয়। পরে দন্ডপ্রাপ্ত মাদক সেবীকে জেলা কারাগারে পাঠানো হয়। এ অভিযানে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মোবাইল কোর্ট পেশকার শেখ রাসেল উপস্থিত ছিলেন।

জানা যায়, দন্ডপ্রাপ্ত যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও গোপনে এলাকায় মাদক ব্যাবসা করে চলছিল। ঘটনার দিন বিকেলে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি বিশেষ টিম তাকে উপজেলা সদর বাজার থেকে গাঁজা সহ গ্রেফতার করেন। পরে উপজেলা সহকারী কশিশনার (ভুমি) যাবেদ হোসাইনের নেতৃত্বে তার নিজ বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে তা ধ্বংস করা হয়। একই সাথে দন্ড প্রাপ্ত মাসুম শেখের কাছ থেকে নগদ ২০০ টাকা জরিমানা আদায় করার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে