পাটকেলঘাটার ৬ বিঘা ঘেরের ফসল কেটে সাবাড়, ৪ লক্ষ টাকার ক্ষতি

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০২ পিএম
পাটকেলঘাটার ৬ বিঘা ঘেরের ফসল কেটে সাবাড়, ৪ লক্ষ টাকার ক্ষতি

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটার  খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা নোনা বিলে  ৬ বিঘা ঘেরের ভেড়িতে ফসল কেটে সাবাড় করে দিয়েছে কে বা কারা  । এতে  ঘের মালিকের প্রায় ৪/৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হযেছে।  জানা গেছে একই ইউনিয়ন এর রাঘবকাটি গ্রামের রিয়াজুল ইসলাম দীর্ঘ দিন যাবত কাশিয়াডাঙ্গা নোনা বিলে ৬ বিঘা জমি হারি নিযে মাছের ঘের করেছে।  রিয়াজুল উক্ত ঘেরের চারিপাশ দিয়ে তরমুজ শশা ক্ষিরাই মিষ্টি কুমড়া লাগিয়ে ছিল। যা দেখলে মনটা জুড়িয়ে যাবে। দেখা গেছে বড় বড় তরমুজ ও মিষ্টি কুমড়া চারিপাশ দিয়ে  পােিন নিচে ঝুলছে।  যা বিক্রয় হবে ৪/৫ লক্ষ টাকা । কিন্তু যুবক রিয়াজুলের সে স্বপ্ন গতকাল রাতে দুঃস্বপ্নে পরিনত হয়েছে । এ বিষযে ক্ষতিগ্রস্থ কৃষক রিয়াজুল ইসলাম জানান বিভিন্ন সমিতি থেকে ঋন নিয়ে এই ঘের করেছি। আর এই ঘেরের চারপাশে  বিভিন্ন রকমের সবজি লাগিয়েছিলাম। যা বিক্রয় করে আমি সমিতির কিস্তি দিব আর সংসারের হাল ধরে রাখবো। কিন্তি গতকাল রাতেই সেই স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। এ বিষয়ে কৃষক রিয়াজুল  খলিষখালী পুলিশ ক্যাম্পে  কাশিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার ভগবান এর ২ পুত্র  জয়দেব ও সন্দিপ ভগবানের নামে  একটি অভিযোগ করেছে। গতকাল রবিবার সকালে ক্যাম্পের এ এস আই জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করছেন । এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বিকালে ক্যাম্পে আসার নির্দেশ দেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষক হতাশাগ্রস্থ  হয়ে পড়েছে । এ ব্যাপারে খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান বিষয়টি শুনেছি এমন ধরনের ঘটনা অত্যন্ত জঘন্য অপরাধ।

আপনার জেলার সংবাদ পড়তে