গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ১টি মামলায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালীগঞ্জ সরকারী হাসপাতালের সংলগ্ন মোড়ল মার্কেটস্থ যুবরাজ মেডিসিন কর্নারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) এবং (গ) ধারায় কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ইব্রাহিম মেম্বারের ছেলে সুমনকে (৩৫) ৩০ হাজার টাকা টাকা জরিমানা আদায় করেন। এ সময় প্রসিকিউটর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদারসহ কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।