কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ১টি মামলায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালীগঞ্জ সরকারী হাসপাতালের সংলগ্ন মোড়ল মার্কেটস্থ যুবরাজ মেডিসিন কর্নারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) এবং (গ) ধারায় কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ইব্রাহিম মেম্বারের ছেলে সুমনকে (৩৫) ৩০ হাজার টাকা টাকা জরিমানা আদায় করেন।  এ সময় প্রসিকিউটর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদারসহ কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে