মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন, যান্ত্রিক ত্রুটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ এএম
মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন, যান্ত্রিক ত্রুটি

রাজধানীর মেট্রোরেল চলাচলে সোমবার (৩১ আগস্ট) সকালে সাময়িক বিঘ্ন ঘটে। প্রায় ১০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অবশ্য স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি সারতে একটি ট্রেন মতিঝিল স্টেশনে নিয়ে যাওয়া হয়। এ জন্যই কিছু সময় ট্রেনের গতি থামানো বা কমিয়ে দেওয়া হয়েছিল।

সকাল ৯টা ৫৮ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে এক যাত্রী সাজেদুল ইসলাম ট্রেনে ওঠেন। তিনি জানান, ওঠার পরপরই ট্রেনটি প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। পরে ট্রেন চালু হলেও বিভিন্ন স্টেশনে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়।

পল্লবী স্টেশনে আবারও ট্রেনটি প্রায় দুই মিনিটের জন্য থেমে যায়। তবে পরবর্তীতে সেটি গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, যান্ত্রিক সমস্যার কারণে একটি ট্রেনকে মতিঝিল স্টেশনে রিপ্লেস করার প্রয়োজন পড়ে। মতিঝিল ও আগারগাঁও স্টেশনে এমন রিপ্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, “আসলে পুরোপুরি বন্ধ নয়, সাময়িকভাবে গতি কমিয়ে দেওয়া হয়েছিল।”

আপনার জেলার সংবাদ পড়তে