মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৭ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৯ পিএম
মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে কোন সাতদল অংশ নিবে নিশ্চিত করে জানায়নি প্রেস উইং।

প্রেস উইং জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনপিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল। সেখানে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে