কুড়িগ্রামের রাজারহাটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার(৩১ আগস্ট) রাত ৯টায় এক আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সেক্রেটারী মোঃ আতাউর রহমান। এসময় ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপদেষ্টা এ্যাডভোকেট আহাম্মদ আলী, মাওলানা মোঃ শাহজালাল বসুনিয়া, খলিলুর রহমান রুকু, জাহিদুল ইসলাম সোহেল, মোঃ আমিনুল ইসলাম, গোলজার হোসেন, ফিরোজ হাসান সহ ট্রেডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, নিজস্ব অফিস প্রতিষ্ঠা ইউনিয়নের কার্যক্রমকে গতিশীল করবে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।