কলমাকান্দায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ পিএম
কলমাকান্দায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখা ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। (১লা সেপ্টেম্বর) সোমবার দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দা পূর্ব বাজার বয়লার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সারা বাজার প্রদিক্ষণ শেষে বিএনপির পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি অফিসে সভাপতি এমএ আবুল খায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সহ সভাপতি কলি আক্তার, সহসভাপতি আব্দুস সালাম কেরন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল বারি চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ নাজিম, যুবদল স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের আহবায়কসহ অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী।

আপনার জেলার সংবাদ পড়তে