রাণীনগরে নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
রাণীনগরে নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পরে নিখোঁজের প্রায় ২১ঘন্টা পর মাম্পি হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এর আগে রোববার বেলা আড়াইটা নাগাদ নৌকা থেকে পরে  নিখোঁজ হন তিনি। কিশোর মাম্পি নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। 

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন নিহত মাম্পির সজনদের বরাদ দিয়ে বলেন,গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০জনের একটি দল নৌকা যোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। এর পর রোববার দুপুরে পিকনিক শেষে আবারো নৌকা যোগে বাড়ী ফিরছিল। এসময় বেলা আড়াইটা নাগাদ রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় পৌছলে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মাম্পি। পরে তাকে খোঁজা খুজি করে সন্ধান মিলাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। এর পর রাজশাহী ডুবুরি দলের সহায়তা নিয়ে রোববার সন্ধা ৭টা পর্যন্ত নদীতে খোঁজেও মাম্পির সন্ধা মেলাতে পারেনি। পরে সোমবার সকালে আবারও সন্ধানে নেমে বেলা সাড়ে ১১টা নাগাদ মরদেহ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে