বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ আটক ১

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭ পিএম
বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ আটক ১

রাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। নয়ন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বাঘা থানার পুলিশ সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী-ঈশ্বর্দী মহাসড়কের বাঘা উপজেলার চকছাতারী এলাকায় যানবাহন তল্লাশীর জন্য পুলিশ মামুনের বাড়ির সামনে চেকপোস্ট  বসানো হয়। এ সময় ভ্যান যোগে নয়ন হোসেন নামের এক যুবক একটি ব্যাগ হাতে নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে সন্দেহ করে তার ব্যাগ তল্লালী করে মাছের সাথে পলিথিনে মোড়ানা দুটি বিদেশী পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, নয়ন হোসেনকে দু’টি বিদেশী পিস্তল চারটি ম্যাগজিন আট রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে