ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ডাকসু নির্বাচন স্থগিতের বিষয়ে আজকের মধ্যেই চেম্বার আদালতে এ বিষয়ে আপিল করা হবে।
আইনজীবী শিশির মনির বলেন, “নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর সময় থাকলে আজকের মধ্যেই চেম্বার আদালতে এ বিষয়ে আপিল করা হবে। আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে তাতে যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসু নির্বাচন স্থগিত চান নাই, এরপরও হাইকোর্ট বিভাগ নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ২৬ তারিখে ফাইনাল ক্যান্ডিডেড ঘোষণা করেছে। তারপর আরও পাঁচদিন চলে গেছে। এই প্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
‘এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে চেম্বার জজের আদালতে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে পিটিশন দায়ের করব। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করবো তারা যেনো একটু ধৈর্য্যরে পরিচয় দেন। সকলে যেনো এ ব্যাপাটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতেই ফয়সালার সুযোগ দেন। আশা করি আমরা উচ্চ আদালতে আমাদের প্রার্থিত প্রতিকার পাবো’-উল্লেখ করেন তিনি।
পিটিশন নিয়ে করা প্রশ্নের জবাবে এ আইনজীবী বলেন, “সুপ্রিম কোর্ট রুলসে যে বিধান আছে তা আমরা এখনি খতিয়ে দেখেছি। আমরা খুব দ্রুতই পদক্ষেপ নেব। ইতোমধ্যে আমরা প্রক্রিয়া শুরু করেছি।”