রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাংগা নামক স্থানে নির্মমভাবে খুন হওয়া মো: ইরফান হোসেন বাবুর দরিদ্র পিতা মো: শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী চালিত অটোভ্যান প্রদান করা হয়েছে। আজ সোমবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রুবেল রানা তাঁর হাতে এই ভ্যানটি তুলে দেন। এ সময় উপজেলার অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট পন্ডিত পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান হোসেন বাবু (১৪) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা পাশে পুকুরপাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।