ঝালকাঠিতে কৃষি ব্যাংক শাখা নতুন ভবনে স্থানান্তর

এফএনএস (ঝালকাঠি) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
ঝালকাঠিতে কৃষি ব্যাংক শাখা নতুন ভবনে স্থানান্তর

‎বাংলাদেশ কৃষি ব্যাংক ঝালকাঠি শাখা শহরের নতুন একটি ভবনে স্থানান্তরিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর) সকালে শহরের আমতলা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এর আগে ব্যাংকটির কার্যক্রম শহরের অন্য একটি ভাড়া ভবনে চলছিল।

‎বাংলাদেশ কৃষি ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।

‎বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোহাইমিনুর রহমান, উপমহাব্যবস্থাপক মো. নুরুল আমিন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. রেজাউর রহমান খান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক খোকন লাল ব্রহ্ম। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনে স্থানান্তরের ফলে গ্রাহকরা উন্নত ও সুনির্দিষ্ট পরিবেশে সেবা নিতে পারবেন। কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে