সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ফরিদপুরে আজ (সোমবার) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জাতীয় দাবি’ শীর্ষক এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
তিনি বলেন, “দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নতুন সংবিধান প্রণয়ন, বিচার ব্যবস্থার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি জনগণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি জাতীয় দাবিসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।