সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী পেয়েছেন “সোশ্যাল ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫”। রবিবার বিকেলে পরিষদ কার্যালয়ে কুরিয়ার যোগে পুরস্কারের ক্রেস্ট ও সনদটি হাতে পেয়েছেন বলে জানা গেছে। সম্মাননা ক্রেস্টটি হাতে পেয়ে মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, “এ পুরস্কার আমার কাজের প্রতি একটি অনুপ্রেরণা। আমি সবসময় সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
জানা গেছে চলতি বছরের গত ২২ আগষ্ট রাজধানীর জাতীয় শিশু কল্যাণ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম (বিকেএসএফ)-এর পক্ষ থেকে দেশের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। সেদিন তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেননি ফলে বিকেএসএফের দায়িত্বশীলগণ কুরিয়ারে সনদ ও ক্রেস্টটি পাঠিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসএফ সভাপতি এম এ বাদশা আলমগীর খোকন। তিনি সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য চেয়ারম্যান লিয়াকত আলীকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম আশা প্রকাশ করেছে, তার এ মহৎ কর্মকাণ্ড সমাজ উন্নয়ন ও জাতীয় অগ্রগতির পথ উন্মুক্ত করবে। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে মোঃ লিয়াকত আলী, চেয়ারম্যান, মহিনন্দ ইউনিয়ন, সদর, কিশোরগঞ্জ কে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম এর পক্ষ থেকে " সোশ্যাল ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫" সম্মাননা সনদপত্র প্রদান করা হলো। আমরা তার ও তাহার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। আপনি দেশ ও সমাজের উন্নয়নে অগ্রগতি ভূমিকা রাখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে উৎসাহিত করার লক্ষ্যে সনদপত্র প্রদান করা যাচ্ছে। আপনার এ মহতী কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে বিশেষ ভূমিকা রাখবে।
মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীকে এ সম্মাননা পদকে ভূষিত করায় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী বলেন,আমাদের মহিনন্দ ইউনিয়নের দুবারের সফল চেয়ারম্যান লিয়াকত আলী ভাই সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রাপ্তিতে আমরা তাঁকে অভিনন্দন জানাই।