জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে উৎযাপন করেছেন কালাই ক্ষেতলাল ও আক্কেলপুরের নিপীড়িত নেত্রীবৃন্দ । ১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় উপজেলার চৌমুহনী বাজার এ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট -২ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী।
বিকাল ৩ টায় অনুষ্ঠান মঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেত্রীবৃন্দ। পরে আব্বাস আলীর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে নেচে-গেয়ে ওই বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঞ্চে এসে শেষ করে। ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সভাপতি ফকরুজ্জামান চৌধুরী রুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক সাধারণ মতিয়ার রহমান বাধঁন, বিএনপি নেতা আজাদুল ইসলাম, ছানোয়ার কাজী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।