চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসব মুখোর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩টায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দর্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ড জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদের সঞ্চালনা ও নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোসলিম উদ্দীন।