সংঘর্ষের ঘটনায় চবি প্রশাসনের মামলা, ১৪৪ ধারা বহাল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩১ পিএম | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩১ পিএম
সংঘর্ষের ঘটনায় চবি প্রশাসনের মামলা, ১৪৪ ধারা বহাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন মামলা করেছে এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা বহাল রেখেছে। এতে ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে, স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আশপাশের জোবরা গ্রাম ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে ক্লাস চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘটনার পরবর্তী করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে নিরাপত্তা জোরদারে নয় দফা সিদ্ধান্ত নিয়েছে। তবু শিক্ষার্থীরা দায়িত্বহীনতার অভিযোগ তুলে সোমবার রাতে বিক্ষোভ করেছে। এতে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনও যোগ দেয়। আন্দোলনকারীরা উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

সংঘর্ষের সূত্রপাত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ঘটে, যখন এক ছাত্রীকে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার ও রোববার পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা ও স্থানীয়রা। দুই দিনের এই সহিংসতায় কয়েকশ শিক্ষার্থী আহত হন, তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও প্রক্টরও আছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার জেলার সংবাদ পড়তে