বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তালতলা ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এই অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৯৯ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় সাকিব (২৫) ও সাইফুল (২৫) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের এবং জব্দকৃত ইয়াবা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।