হালতি বিলে নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৯ পিএম
হালতি বিলে নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

হালতি বিলে শামুক তুলতে গিয়ে নৌকা ডুবে আল আমিন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। নিহত কৃষক আল আমিন নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়তুন মৃধার ছেলে। সোমবার রাতে বাবা ও এক প্রতিবেশীর সাথে হালতি বিলে শামুক তুলতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবে ওই যুবক নিখোঁজ হন। রাতে তাকে পাওয়া না গেলেও সকালে তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নলডাঙা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাবা ও এক প্রতিবেশীর সাথে ওই যুবক হালতি বিলে মাছ ও শামুক সংগ্রহে যান। রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে একজন নিখোঁজ ছিল। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগকারী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে