ময়মনসিংহের গফরগাঁও ইউনিট বিওয়াইসিএফ কর্তৃক বৃক্ষরোপন অভিযান কর্মসূচি পরিচালিত হয়েছে। সোমবার গফরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গনে এই অভিযান পরিচালিত হয়। উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন বিওয়াইসিএফ গফরগাঁও ইউনিটের আহবায়ক রিফাত হোসেন দিলু।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মোঃ শহীদুল্লাহ, কলেজ প্লাটুনের সাবেক পিইউও আহসানুল কবির পলাশ ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. শিহাব উদ্দিন।
এছাড়াও বিওয়াইসিএফ গফরগাঁও ইউনিটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুই আক্তার, কামরুন্নাহার কামনা, তানজিম, আল-মামুন, রোকসানা রক্সি, জেবিন, সাদিকুল। এবং কলেজ প্লাটুনের বর্তমান ক্যাডেটরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।