আগস্টে কমেছে দেশের রফতানি আয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৫ পিএম
আগস্টে কমেছে দেশের রফতানি আয়

গত আগস্ট মাসে দেশের পণ্য রফতানি থেকে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে, যা ২০২৪ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ৯৩ শতাংশ কম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) আগস্টে ৩১৬ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩২ কোটি ৫৯ লাখ ডলার। এই খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে ১৭৭ কোটি ১১ লাখ ডলার এসেছে, যা ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি ১৩৯ কোটি ৬৮ লাখ ডলারে পৌঁছেছে, যা বছর ব্যবধানে ২ দশমিক ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্য পণ্যের মধ্যে কৃষি পণ্য ও চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমলেও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইল খাতের রফতানি আয় আগস্টে ৭ কোটি ৯ লাখ ডলারে পৌঁছে, যা ২০২৪ সালের একই মাসের তুলনায় ১২ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ, যা আগস্টে ১০ কোটি ১৩ লাখ ডলার হয়েছে। কৃষি পণ্যের রফতানি আয়ও ৪ দশমিক ১৬ শতাংশ হ্রাস পেয়ে ৮ কোটি ৪১ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি করে দেশ ৪ হাজার ৮৬৮ কোটি ৫৫ লাখ ডলার আয় করেছে, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি। এতে তৈরি পোশাক, ওষুধ ও চামড়া খাত বিশেষ ভূমিকা রাখেছে।

আপনার জেলার সংবাদ পড়তে