ভূঞাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৬ পিএম
ভূঞাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে দলের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরো সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে