আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আশ্রাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপপুলিশ পরিদর্শক মানজির, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, ব্র্যাক ম্যানেজার মোঃ হাবিব হোসেন, পরিসখ্যানবিদ এম এ তাহের ও এমটি (ইপিআই) নার্গিস আক্তার প্রমুখ। সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের মূল কার্যক্রম ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ডাঃ এস এম আব্দুল আজিজ ও ডাঃ বিভুতি মল্লিক।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে উপজেলার ১৫ বছরের নিচে মোট ৪২,৩২৪ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানানো হয়। মোল্লাহাটে ১৬৮টি অস্থায়ী এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি চলবে।