নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সরাইগাছি মোড়ে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরী। পরে সরাইগাছি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শরিফুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।