সাতকানিয়ায় অনিয়মের অভিযোগে দুই ব্রীজের নির্মাণ কাজ বন্ধ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৭ পিএম
সাতকানিয়ায় অনিয়মের অভিযোগে দুই ব্রীজের নির্মাণ কাজ বন্ধ

নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগে সাতকানিয়ার দুটি ব্রীজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ পদক্ষেপ নেয়া হয়।

সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া ও ডাক্তার পাড়ায় নির্মাণাধীন দুটি ব্রীজে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান। রড, সিমেন্ট, ইট, বালু, পাথসহ সব উপকরণই ব্যবহার করা হচ্ছিল খুবই নিম্নমানের। স্থানীয়রা প্রথমে ঠিকাদারকে মৌখিকভাবে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান তড়িৎ পদক্ষেপ নিয়ে সরেজমিনে পরিদর্শণে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলা প্রশাসন কোনো অবস্থাতেই কোনো অনিয়ম বরদাশত করবে না। তিনি যে কোনো ইউনিয়নে/ওয়ার্ডে নিম্নমানের কাজের বিষয়ে প্রশাসনকে অবহিত করার জন্য উপজেলাবাসীকে আহ্বান জানিয়েছেন।এছাড়া কেউ কোনো সরকারি দপ্তরের নাম ব্যবহার করে নিম্নমানের কাজ যেন না করতে পারে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "কাজের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই।"

আপনার জেলার সংবাদ পড়তে