হোমনায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৫ পিএম
হোমনায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা সদরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের ভেতরে শহিদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাকদ মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ছত্রদল সভাপতি মো. সাইজুদ্দিন প্রমুখ।