পাবনার সুজানগরে বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওইদিন দুপুর ১২টায় পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনীত প্রার্থী এ্যাডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে সুজানগর পৌর পেঁয়াজ বাজার চত্বর থেকে বের হওয়া র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পেঁয়াজ বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে ওই বাজার চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত সেলিম রেজা হাবিব। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা বুলবুল আহমেদ সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক আব্দুল হাই খান, জিএম মঞ্জুরুল হক, বিএনপি নেতা আহম্মেদ আলী লাটু প্রামাণিক, হারুন হাজারী, আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ, শফিউল ইসলাম বাবু, ফজলুর রহমান ফজলু, ছাত্র নেতা শাকিবুল ইসলাম, গাজী মাজহারুল ইসলাম ও এসএম আফতাব প্রমুখ।