ডিমলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
ডিমলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নীলফামারীর ডিমলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন’পির ৪৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। 

এসময় ডিমলা উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, উপদেষ্টা সেতেরা সুলতানা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি নুর আলম, শ্রমিকদলের সভাপতি আব্দুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, ছাত্রদলের নেতা সেলিম ইসলাম সাগর , প্রিন্স লেমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএন’পির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রতষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এসময় বক্তরা তারেক রহমানের ৩১ দফা দাবী তুলে ধরেন এবং আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচনের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে