মৌলভীবাজারের রাজনগর উপজেলার পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র অর্থায়নে মঙ্গলবার এ সেবা প্রদান করা হয়।শিক্ষার্থীদের চক্ষু রোগের ফ্রী চিকিৎসা সেবা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। সংগঠনটির বাংলাদেশ চাপ্টারের সভাপতি ছালিক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলম, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ সাদিক আহমদ ও ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান। রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মামুনুর রশীদ বকস্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক লাল গোস্বামী, সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেব, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ চাপ্টারের সহ সাধারল সম্পাদক হারুন মিয়া। এছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যাবসায়ী ফয়জুর রহমান রাজি, আতাউর রহমান ও প্রচার সম্পাদক মহসিন।