মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম
মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর মান্দা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হতে শুরু করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।