বৈষম্য দূর করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম
বৈষম্য দূর করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে টোক ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার টোক ইউনিয়নের বিত্তবানদের সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী বীর উজুলী, ডুমদিয়া, খোরশেদের মোড় সহ কয়েকটি স্থানে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর কর্ম পরিষদ সদস্য ও মেট্রো সদর থানার আমীর সালাহউদ্দিন আইউবী। এসময় বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সামাজিক বৈষম্য দূর করার জন্য। যে বিপ্লবের পরেও এখনো সমাজের সর্বত্র আকাশ-পাতাল বৈষম্য বিরাজমান। কেউ থাকেন বিশ তলায় কেউ থাকেন গাছ তলায়। অথচ কোরআনের বক্তব্য হলো ধনীদের সম্পদে গরীবের অধিকার রয়েছে। অর্থনৈতিক এবং সামাজিক এই বৈষম্য দূর করতে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা, সমাজের রোল মডেল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেখানো পদ্ধতি, মহান আল্লাহর সরাসরি প্রদত্ত বিধান মানবতার কল্যাণের একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্যমুক্ত সাম্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত সর্ববস্থা কায়েম করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের দ্বারে দ্বারে যেভাবে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে মানুষের কষ্ট লাঘবের জন্য, জাতীয় বিভিন্ন দুর্যোগে সাধ্য অনুযায়ী ভূমিকা রাখছে। এভাবেই মানুষকে সাথে নিয়ে আল্লাহর সাহায্যে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যমুক্ত সমাজ কায়েম করবে ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টোক ইউনিয়নের আমীর এফ এম জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক আখতার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে