তারাগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে র‌্যালি

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ পিএম
তারাগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপির আয়োজনে এক বিশাল বর্নাঢ্য র‌্যালি বের করা হয়েছে। বুধবার বিকালে র‍্যালিটি তারাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তারাগঞ্জ চৌপতি বাসষ্টান্ডে এসে শেষ হয়।

পরে তারাগঞ্জ চৌপতি বাসষ্টান্ড সংলগ্ন সড়কের পাশে ট্রাকের উপরে এক পথসভা অনুষ্টিত হয়। তারাগঞ্জ উপজেলা বিএনপির নবনর্বাচিত সাধারন সম্পাদক মেহেদী হাসান শিপুর সঞ্চালনায় নবনর্বাচিত সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে ভাষন প্রদান করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান লাকু বলেন,  আগামী ফেব্রুয়ারির  জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে  ঐকবদ্ধ ও সজাগ থাকতে হবে। নির্বাচন অনুষ্ঠানে  ফ্যাসিবাদী দালালদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

র‍্যালি ও পথসভায় রংপুর জেলা নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মাখদুল আলম, রংপুর জেলার বিএনপির সদস্য মতিউর রহমান উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক আহসান হাবীব খান সাবু।

এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন   উপজেলা বিএনপির সকল সদস্যগন,যুবদল, মহিলা দল, কৃষক দল শ্রমিকদল,ছাত্রদলসহ  উপজেলার ৫ টি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে