বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচি চাল জব্দ, গ্রেফতার ২

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৫ পিএম | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম
বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচি চাল জব্দ, গ্রেফতার ২

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচী চাল অবৈধভাবে ভোক্তাদের কাছ থেকে কিনে মজুদ করার অভিযোগে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বিল্লাল মিয়া (৩৮)ও মোঃ বাদল মিয়া (৪৮)। এই ঘটনাটি ঘটে উপজেলার পিরিজপুর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায়। পুলিশ তাদের নিকট থেকে ৩৩টি খালি বস্তা ও ১৭টি চাল ভরা বস্তা জব্দ করা হয়। আজ বুধবার দুপুরের দিকে বাজিতপুর থানার পুলিশ ২জনকে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। এদিকে গত মঙ্গলবার এই ঘটনা ঘটার পর এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। খাদ্যবান্ধব কর্মসূচীর মিলার হলেন মোঃ হাবিব মিয়া। স্থানীয়দের মতে হত দরিদ্রদের নিকট থেকে ২জন্য ব্যক্তি অবৈধভাবে চাল কিনেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষী ব্যক্তিদের কোর্টে চালান দেওয়া হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে