হাতিয়ায় বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালি

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) :
| আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪২ পিএম | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ পিএম
হাতিয়ায় বিএনপি  প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালি

গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা সদর ওছখালীতে এ  প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের উত্তর পাশে  হোটেল রেড সী প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এএম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্লার সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাাহিল মজিদ নিশান, পৌর বিএনপির  সাবেক যুগ্ম  সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম আহবায়ক মিল্লাতের রহিম মিল্লাত, তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার, জেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির উদ্দিন মাসুম।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাওসার মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আকরাম হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ মাহমুদ সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে