শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ পিএম
শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়ন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান চালায়। এই সময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২৪লাখ টাকা।অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, “শেরপুর সীমান্তএলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদাই সতর্ক রয়েছে। দিবারাত ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করা হচ্ছে। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে