প্রায় আট বছর পর আবার এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪১ এএম
প্রায় আট বছর পর আবার এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ—জননিরাপত্তা ও সুরক্ষা সেবা—পুনরায় একীভূত করা হলো। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী মন্ত্রণালয়টির নতুন নাম হবে ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’। এর ফলে দুটি বিভাগের কার্যক্রম এখন থেকে একজন সচিবের অধীনে পরিচালিত হবে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার এই একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের মূল ভিত্তি ছিল কাজের সমন্বয় জোরদার করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।

২০১৭ সালের ১৯ জানুয়ারি কাজের সুবিধার যুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়। তখন জননিরাপত্তা বিভাগের অধীনে আনা হয়েছিল পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। অপরদিকে সুরক্ষা সেবা বিভাগের আওতায় ছিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পূর্ববর্তী নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল, দুটি বিভাগের কাজের ব্যাপকতা সত্ত্বেও এগুলোর মধ্যে অধিকতর সমন্বয় ও গতি আনা জরুরি হয়ে পড়েছে। জনস্বার্থে এবং প্রশাসনিক দক্ষতার জন্যই মন্ত্রণালয়কে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি প্রশাসন বিশেষজ্ঞদের মতে, একীভূতকরণের ফলে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সমন্বয় আরও দৃঢ় হবে। একই সঙ্গে নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় জটিলতা হ্রাস পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে