বাঘায় মহাসড়কে গর্ত চলাচলে দূর্ভোগ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩২ পিএম
বাঘায় মহাসড়কে গর্ত চলাচলে দূর্ভোগ

রাজশাহীর বাঘায় মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে চরম দূর্ভোগে পড়েছে মানুষ। রাস্তার চাইতে ড্রেন উঁচু করার কারণে সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তার উপর গর্ত সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শাহদৌলা সরকারি কলেজ মার্কেটের সামনে রাস্তার দুই পাশে দুটি ভটভটি গাড়ি উল্টে পড়ে যায়। 

জানা গেছে, উপজেলার সামনে, বাঘা মডেল উচ্চ বিদ্যালয় ও শাহদৌলা সরকারি কলেজ মার্কেটের সামনের রাস্তা বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে চলাচলকারী যানবাহন প্রায় সময় উল্টে গিয়ে ব্যাপক ক্ষকি হচ্ছে। অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে রাস্তার উপর বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। 

বাঘা পৌরসভার বাজুবাঘা গ্রামের আহম্মদ আলী বলেন, রাস্তার উপর বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের পড়ে প্রায় সময় যানবাহ বোঝায় গাড়ি উল্টে যাচ্ছে। এতে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে। এ থেকে আমরা মুক্তি পচ্ছি না।  বৃহস্পতিবারি মালা বোঝা দুটি গাড়ি উল্টে পড়ে থাকায় দীর্গ সময় যানজট সৃষ্টি হয়ে চলাচলকারীরা চরম দূর্ভোগে পড়ে।

বাঘার সিএনজিচালক মিলন আলী বলেন, রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়া চলাচলে করতে মহাসমস্যায় পড়তে হচ্ছে। বাঘা উপজেলা কার্যালয়ের সামনে থেকে পুরাতন পল্ল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত গাড়ি নিয়ে চলাচল করা যেন চ্যালেঞ্জ হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার বলেন, মহাসড়কের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে আর সমস্যা থাকবে না। 


আপনার জেলার সংবাদ পড়তে