হারিয়ে যাওয়া এনআইডি তোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৯ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৪ পিএম
হারিয়ে যাওয়া এনআইডি তোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে নাগরিকদের থানায় গিয়ে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনআইডি হারানোর ক্ষেত্রে জিডির বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাবে কমিশনের চূড়ান্ত অনুমোদন মিলেছে। ফলে এনআইডি সংক্রান্ত সেবাগুলো এখন আরও সহজ হবে। নাগরিকদের হয়রানি কমানো এবং সেবা দ্রুততর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ প্রায় সাড়ে ৯ লাখ ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে। এতে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। এ ছাড়া এনআইডি সেবাকে আরও সহজ ও আধুনিক করতে নতুন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এনআইডি হারানো নাগরিকদের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়া হবে আরও স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলামুক্ত।

আপনার জেলার সংবাদ পড়তে