পররাষ্ট্রসচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
পররাষ্ট্রসচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক

বাংলাদেশ সফরে এসে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার ডি হাস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৮টা ৪৮ মিনিটে শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত বৈঠক চলে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে পিটার হাস সম্প্রতি বাংলাদেশে অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে আসেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি কক্সবাজার ও মহেশখালীতে যান এবং কোম্পানির কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।

পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষ করার কিছুদিন আগে তিনি বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর তিনি মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসরে যান এবং একই বছরের অক্টোবরে বহুজাতিক জ্বালানি কোম্পানি অ্যাকসিলারেট এনার্জিতে উপদেষ্টা হিসেবে যোগ দেন।

রাষ্ট্রদূত থাকার সময় বিভিন্ন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে পিটার হাসকে ঘিরে বাংলাদেশে বহু আলোচনা হয়েছিল। অবসরের পরও তার সফর ও কর্মকাণ্ডকে ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ থেকে যায়। এবারের সফর ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠককেও সে ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে