আত্রাই নদীতে ৪ ইঞ্জিন চালিত নৌকা ও ৪ হাজার মিটার জাল জব্দ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
আত্রাই নদীতে ৪ ইঞ্জিন চালিত নৌকা ও ৪ হাজার মিটার জাল জব্দ

সিংড়ার আত্রাই নদীতে অভিযান চালিয়ে চার লাখ টাকার নিষিদ্ধ কোচাল (বাদাই) জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আত্রাই নদীর জোড়মল্লিকা-খরমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার দুটি কোচাল জাল ও নৌকাগুলো জব্দ করা হয়। পরে জালগুলো সিংড়া কোর্ট মাঠ এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেন প্রশাসন। অভিযানে অবৈধপস্থায় মাছ শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের অপরাধে দশজন মৎস্য শিকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, মৎস্যজীবি ও জেলে সম্প্রদায়ের অভিযোগের প্রেক্ষিতে সিংড়ার ইউএনও মাজহারুল ইসলামের নির্দেশে আত্রাই নদীতে এই অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনের নেতৃত্বে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিক, থানার এএসআই শিবলু রহমান সহ মৎস্য অধিদপ্তরের লোকজন অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে