মেহেরপুর বড় দিন পালন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০১:১৫ এএম
মেহেরপুর বড় দিন পালন

আজ ২৫ ডিসেম্বর শুভবড়দিন। খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বড়দিন ঘিরে খ্রিস্টান ধর্মের পাশাপাশি স্থানীয় সব ধর্মের মানুষের মধ্যে বইছে সাজ সাজ রব। বড়দিন উপলক্ষে জেলার ধর্মীয় উপাসনা গুলো সহ বসত বাড়ি সাজানো হয়েছে বর্নীল সাজে। মুজিবনগর ও গাংনীর নিত্যানন্দনপুরে বলেছে অর্ধ শতবছরের ঐহিত্য মেলা। মেলা ঘিরে পার্শবর্তী জেলার লোকজন জড়ো হয়েছে। শুভ বড়দিন শান্তিপূর্ন আয়োজনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মেহেরপুর জেলার ১৭টি গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকাতা শুরু হয়েছে। বুধবার সকালে গীর্জায় প্রভুর ভোজের উপসনার মধ্যে দিয়ে মুজিবনগরের ভবরপাড়া,বল্লভপুর,রতনপুর,গাংনীর নিত্যানন্দনপুন ও চৌগাছা জপমালার র্গীজায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এরআগে সোমবার রাত ১২ টায় প্রদীপ প্রজ¦লন ও আতশবাজি সহ নানা আয়োজনের মধ্যে বড়দিনকে বরণকরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। বড়দিন ঘিরে খ্রিস্টান ধর্মের পাশাপাশি সব ধর্মেও মানুষের মধ্যে বইছে সাজ সাজ রব। বড়দিন উপলক্ষে জেলার ধর্মীয় উপাসনা গুলো সহ বসত বাড়ি সাজানো হয়েছে বর্নীল সাজে। মুজিবনগও ও গাংনীর নিত্যানন্দনপুরে বসেছে অর্ধ শতবছরের ঐহিত্য মেলা। মেলা ঘিরে পার্শবর্তী জেলার লোকজন জড়ো হয়েছে। শুভবড়দিন শান্তিপূর্ন আয়োজনে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা বলেন,সব ধর্মের মানুষ এক সাথে আনন্দ উৎসব পালন করা হয়। এখানে কোন অপ্রিকর ঘটনা কোন দিনই ঘটেনি। শান্তিপুলর্ন ভাবে বড় উৎপাপিত হচ্ছে। সমাজকর্মী মামুন অর রশিদ বিজন বলেন, বড়দিন উপলক্ষে নিত্যানন্দপুরের ঐহিত্য মেলা বসে। এই মেলায় বিভিন্ন এলাকার মানুষ সমবেত হয়। খ্রিস্টান ধর্মের অনুসারী অপু বলেন, আমরা সব ধর্মের মানুষ একসাথে বড়দিন উৎযাপন করি। এছাড়া সারা বছরই আমরা একত্রে শান্তিপূর্ন ভাবেই বসবাস করি। চৌগাছা জপমালা গীর্জার প্রধান কুটির বলেন,সার্বিক নিরাপত্তার মধ্যে দিয়ে শুভ বড়দিন পালন করছি। অন্যবারের মত এবারও শান্তিপূর্ন ভাবে বড়দিন উৎযাপিত হচ্ছে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। বড়দিন শান্তিপূর্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে