কালিগঞ্জে সাংবাদিক পরিবারের জমি জবরদখলের অভিযোগ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৯ পিএম
কালিগঞ্জে সাংবাদিক পরিবারের জমি জবরদখলের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে সাংবাদিক পরিবারের জমি জোরপূর্বক দখল করে ধান চাষের অভিযোগ উঠেছে এক ভূমিদস্যু পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের মরহুম আলীজাত হোসেনের ছেলে ভূমিদস্যু শেখ আমানাত আলী (৭০) ও তার তিন ছেলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক শেখ ইয়াছিন আলী।

লিখিত অভিযোগে উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম গ্রামের শেখ বাদলের ছেলে সাংবাদিক শেখ ইয়াছিন আলী (৪০) জানান, উপজেলার দেয়া মৌজায় ৫১৯ নং ডিপি খতিয়ানে হাল ৬২৯ দাগে ১০ শতক এবং ৭২৩ নং ডিপি খতিয়ানে ৬৩৫ দাগে ১৫ শতকসহ তাদের মোট ২৫ শতক জমি রয়েছে। গত ২৬-০৮-২০২৫ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে তাদের মালিকানার ২৫ শতক জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভূমিদস্যু শেখ আমানত আলী, তার ছেলে আহসানুল কবির (৫০), শাহিনুর রহমান (৪৭) ও মোঃ মোস্তফা (৫৫) ধানের চারা রোপণ করতে থাকে।

বিষয়টি জানতে পেরে ইয়াছিন আলী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেয়ে জবরদখলমূলক কর্মকান্ডে বাধা দিলে দখলবাজরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও মারপিট করতে উদ্যত হয়। তারা প্রকাশ্য হুমকি দিয়া বলে, 'তাদের কোন কাজে বাধা দিলে মারপিট, খুন জখম ও বিভিন্নভাবে ক্ষতি করবে'। হিংস্র জবরদখলকারী ভূমিদস্যুেদর হুমকিতে সাংবাদিক ইয়াছিন ও তার পরিবারের সদস্যরা বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে তারা জবরদখলের প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জমি জবরদখলের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে