মাধবপুরে ভারতীয় মাদকসহ ৭৫ লক্ষ টাকার চোরাইপণ্য উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫ পিএম
মাধবপুরে ভারতীয় মাদকসহ ৭৫ লক্ষ টাকার চোরাইপণ্য উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ভাই ৭৫ লক্ষ টাকার ভারতীয় মাদকসহ সূরা বর্ণ জব্দ করেছেন বিজিবি। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)'র একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী জব্দ করেন। এছাড়া মাধবপুর, চুনারুঘাট ও শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় গাঁজা ও ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।

হবিগঞ্জ ব্যাটেলিয়ান ৫৫ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক উদ্ধারে কাজ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে