সুন্দরগঞ্জে

দুর্যোগ মোকাবেলায় ডিআআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৪ পিএম
দুর্যোগ মোকাবেলায় ডিআআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলায় ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের অর্থায়নে স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক প্রকল্পের আয়োজনে বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে  কর্মশালায় বক্তব্য রাখেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিস, ডিআরআর প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়, মহিষবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহিন মিয়া, এসএলসিআরডিসিআর প্রকল্পের  প্রজেক্ট ম্যানেজার আফরুজা বুলবুল, টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, ইঞ্জিনিয়ার মো. নওশেরুল আলম, স্কুল ফ্যাসিলিটেটর মো. মাসুদুর রহমান,  মো. রওশন আলম প্রমুখ।

কর্মশালায় ডিআরআর চ্যাম্পিয়নরা বিভিন্ন দুর্যোগের চ্যালেন্স এবং মোকাবেলার বিষয় তাদের বক্তব্য উপস্থাপন করেন। শেষে দুর্যোগ নামক একটি সচেনতা মুলক নাটিকা উপস্থাপন করা হয়। পরে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়নের জন্য ক্রেস্ট ও মানপত্র প্রদান করেন অতিথি বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে