গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ও তার সহযোগী আরিফ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নাধীন টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে এবং তার সহযোগী আরিফ শেখ (৩২) একই এলাকার মৃত শামসুদ্দিন শেখের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সংবাদ আসে উপজেলার মোক্তারপুর ইউনিয়নাধীন টেকপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। সে সময় তাৎক্ষণিক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও তার সহযোগী পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতারের পর তল্লাশির সময় আরিফুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ৩ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা দুজনই দীর্ঘদিন ধরে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২(৯)২৫ নং মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।