দৌলতপুর বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৭ পিএম
দৌলতপুর বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুরে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দৌলতপুরে নানা কর্মসূচির অংশ হিসেবে এক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়। আরাফাত রহমান ক্রিড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম- আহবায়ক ও বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ৪ দলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজীর আহমেদ বাচ্চুর নেতৃত্বে যুবদল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে  ছাত্রদলের টিম অংশ নেন। দলীয় নেতাদের মতে, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক সচেতনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। এর অংশ হিসেবে সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ছে। খেলার আয়োজক আসিফ রেজা শিশির মোল্লা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক দায়িত্বও পালন করছি। বৃক্ষরোপণ কর্মসূচি, ব্লাডগ্রুপ ক্যাম্পেইন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা তারই ধারাবাহিকতা। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নেতাকর্মী ও তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। বর্তমান যুবসমাজ মাদকের আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। খেলাধুলার মাধ্যমেই তাদের মাদকমুক্ত ও খেলাধুলাপ্রেমী হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রধান অতিথি ও খেলোয়াড়  হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান বাবলু, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, বিএনপি নেতা নকিবউদ্দিন নেন্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান সবুর মোল্লা, আসিফ রেজা শিশির মোল্লা,যুবদলনেতা মোঃ মাহবুব রহমান,সহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । খেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, আমি নিজেও আজকের খেলায় অংশগ্রহণ করেছি, যা আমাদের একাত্মতা ও ঐক্যের প্রতীক। খেলায় উপজেলা ছাত্রদল চ্যাম্পিয়ন ও যুবদল রানার্স আপ হয়। শেষে  উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।  বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা খেলায় অংশগ্রহণ করায় নেতাকর্মীয় দর্শকদের মাঝে বাড়তি উৎসাহের সৃষ্টি হয়।


আপনার জেলার সংবাদ পড়তে