বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ত্রৈলোক্য নাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রীযুক্ত গুরুচরণ রায়। প্রধান আলোচক ছিলেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত ধনঞ্জয় কুমার রায় মনমতো।
এছাড়া সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, সদর উপজেলা শাখার আহবায়ক ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত হিরা লাল রায় ঈশোর।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রাজু, ও বিএনপি নেতা আব্দুল মোত্তালেবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রথম পর্বে অতিথিরা সংগঠনের অতীত ইতিহাস, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা সংগঠনের ঐক্য, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বাবু মানবেন্দ্র নাথ রায় পাটোয়ারী স্বপনকে সভাপতি এবং বাবু হেমন্ত কুমার রায় পুষ্পকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করা, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে পঞ্চগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।