ফুলবাড়ীতে যাথাযোগ্য মর্যাদায় পবীত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২০ পিএম
ফুলবাড়ীতে যাথাযোগ্য মর্যাদায় পবীত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালন

যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতোনা। সেই মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যুদিন ১২ই রবিউল আউয়াল। এই ঐতিহাসিক দিনটিই হচ্ছে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)। এই দিনটি কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে।

শনিবার ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সরকারি অফিসে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুমের অসুস্থ্যতা জনিত কারনে তার প্রতিনিধি কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার প্রীতম কুন্ড।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভেটেরেনারী সার্জন মওদুদ হোসেন, ফুলবাড়ী থানার নাবাগত ওসি শওকত হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মাজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, রাজনৈতিক নেতা সামসুজ্জামান হাসু, আরিফুল ইসলাম আরিফ, নাজুমুল ফেরদৌস লাভলু, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপাভিাইজরি রাশেদুল ইসলাম প্রামাণিক, সাংবাদিক শাহিনুর রহমান শাহীন প্রমূখ।

বক্তারা বলেন, আমাদের বিশ্ব নবীর আদর্শ আমাদের সকল কাজ কর্মে অনুসরণ করতে হবে। প্রিয় নবীর আদর্শ লালন করে চললে ইহকাল ও পরোকাল শান্তি ও কামিয়াবী হবে। সমাজে শান্তি ফিরে আনতে নবী (সাঃ) আদর্শ স্মরণ করা জুরুরী।

আপনার জেলার সংবাদ পড়তে