জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃঞ্চ পাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পিংনা নরপাড়া,আমতলা মোড়, আওনার জগনাথগঞ্জ ঘাট, রেলওয়ে স্টেশন চত্ত্বর, তারাকান্দি চৌরাস্তা, ঝালুপাড়া ও আরামনগর বাজার এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি। কনকনে ঠান্ডায় চরম কষ্টে পড়েছে সরিষাবাড়ী উপজেলার অসহায়, গরীব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষ। এসব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এমন কনকনে শীতের মধ্যে হঠাৎ রাতের আঁধারে যখন ইউএনওর হাতে কম্বল দেখে ছিন্নমূল অসহায় মানুষেরা আবেগে আপ্লূত হয়ে পড়েন। এসময় কম্বল পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শীতার্ত মানুষেরা। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।